বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ সোনার পায়েল উপহার দিলেন চিত্রনায়িকা পরীমনি। তার মুক্তির আন্দোলনে সরব থাকা সহকর্মী ও বান্ধবী রাজ রিপাকে তিনি এ উপহার দিয়েছেন। জেল থেকে বের হয়ে বাসায় আসার পরই পরীমনি রাজ রিপাকে ডেকে নেন এবং উপহারটি তার হাতে তুলে দেন।
২৭ দিনের কারাবন্দির পর বুধবার (১ সেপ্টেম্বর) পরীমনি বাসায় ফিরেছেন। এরপর দিনই তার সঙ্গে দেখা করেন রাজ রিপা। পরীও তাকে ‘ছোট বোন’ বলে নিজের পায়ের পায়েল খুলে রাজ রিপাকে দেন।
পরে পরীমনিকে বড় বোন সম্বোধন করে উপহারের সেই ছবি ফেসবুকে শেয়ারও করেছেন এই নবাগতা। সেখানে দেখা যায়, দুজনই পায়ে সোনার পায়েল পরে আছেন।
রাজ রিপা সংবাদমাধ্যমকে বলেন, ‘পরীমনি আপুর সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি। আমি শুধু নামে চিনতাম তাকে। আমার খুব ইচ্ছা ছিল তাকে আমি সামনাসামনি শুভেচ্ছা জানাব। সেটাই হলো।’ তিনি আরও বলেন, ‘আপুর আপ্যায়নে আমি মুগ্ধ। একটা মানুষ এত সুইট হয় কীভাবে!’
পরীমনি ও রাজ রিপা- দুজনই সহকর্মী। কিন্তু একই ছবিতে করা হয়নি কোনো কাজ। ৩০টিরও বেশিতে পরীমনি কাজ করলেও উত্তরসূরি রাজ রিপার মুখ্য ভূমিকায় এখনো কোনো ছবি মুক্তি পায়নি।
Leave a Reply