ঝালকাঠির নলছিটিতে কলেজ ছাত্র রুম্মান হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন রুম্মানের পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে রুম্মানের মা হেরেনা বেগম, চাচা রুবেল, মামলার বাদী মিঠু বিশ্বাসব ও হনুফা বেগমসহ কয়েকজন এলাকাবাসী।
বক্তারা বলেন, মামলা দায়েরের পর ১০ মাসে মাত্র একজন আসামী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় বক্তারা বিস্ময় প্রকাশ করেন। এসময় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি করেন ।
উল্লেক্ষ্য ৩ জানুয়ারি সন্ধ্যায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দপদপিয়া গ্রামে প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হয় কলেজ ছাত্র আনিসুর রহমান বিশ্বাস রুম্মান। সে লেখা পড়ার পাশাপাশি ব্রীজের টোল আদায়ের চাকুরী করত। ঘটনার পরদিন নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামী আল-মামুন গ্রেফতার আছে।
Leave a Reply