মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, তার মেয়ে সবসময় অসুস্থ থাকে। তাই খুবই দুর্বল হয়ে গেছে। আমি মিন্নির মুক্তির সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মিন্নিকে এক বছরেরও বেশি সময় দেখতে না পেরে কষ্ট নিয়ে তার মাও অসুস্থ হয়ে পড়েছেন।
মোজাম্মেল হোসেন কিশোর আরো বলেন, দীর্ঘদিন কাশিমপুর কারাগারে অসুস্থ মিন্নিকে চিকিৎসা দিয়ে আসছেন কারা কর্তৃপক্ষ। তবে মিন্নির বাবার দাবি, তাদের ওষুধে মিন্নি আরো অসুস্থ হয়ে পড়েছে। প্রধান বিচারপতির কাছে উন্নত চিকিৎসার আবেদন করলেও এখনো উন্নত চিকিৎসার নির্দেশ পাননি তারা।
মিন্নির মা জিনাত জাহান মনি বলেন, চোখের পানি ফেলতে ফেলতে দিন পার করছি। করোনার জন্য এক বছরের মধ্যে মিন্নির সঙ্গে দেখাও করতে পারিনি।
Leave a Reply