আরও তিন কর্মদিবস সময় পেল এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লেগে হতাহতের ঘটনায় গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
তিনি বলেন, কমিটি পাঁচ কর্মদিবস সময় চেয়েছিল, তাদের তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আগামী রোববার (২ জানুয়ারি) কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটিকে দেওয়া তিন কর্মদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শেষ হয়। কমিটির পক্ষ থেকে আরও পাঁচ কর্ম দিবস সময় বাড়ানো জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করা হয়েছিল।
বুধবার সকালে (২৯ ডিসেম্বর) তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তোফায়েল ইসলাম বলেছিলেন, ‘আমরা সময় আরও পাঁচদিন বাড়ানোর আবেদন করেছি। এখন মন্ত্রণালয় যে কয়দিন দেয়। এমন একটি ঘটনার সবকিছু পর্যবেক্ষণ করে একটি সমৃদ্ধ প্রতিবেদন দিতে একটু সময় তো লাগেই।’ গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪৬ জন।
এই দুর্ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়েল ইসলামকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিলে কমিটিকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছিল। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বরিশাল অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার তাইফুর রহমান ভূইয়া, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. কামাল উদ্দিন ভূইয়া ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম।
প্রাথমিক তদন্ত অনুযায়ী ইঞ্জিন রুম থেকেই এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে ইতোমধ্যে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply