23.1 C
New York
Saturday, September 6, 2025

আদেশ অমান্য ও দুর্নীতির অভিযোগে

পলাতক যুগ্মসচিব ধনঞ্জয় বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকে সরকারের আদেশ অমান্য ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস।

মঙ্গলবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর থেকে ধনঞ্জয় কুমার দাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এ অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘পলায়ন’ এবং ‘অসদাচরণ’ হিসেবে গণ্য।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ধনঞ্জয়ের বিরুদ্ধে উক্ত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে অনুপস্থিতির দিন থেকেই চাকরি থেকে বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ধনঞ্জয় কুমার দাসসহ ২২৩ জনকে আসামি করা হয়েছিল। এছাড়া ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি ধনঞ্জয়ের বিরুদ্ধে ২ কোটি ৪৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর গত বছরের আগস্টে ধনঞ্জয়সহ আটজনের ব্যাংক লেনদেন তথ্য চেয়ে নোটিশ দেয় দুদক। একই সঙ্গে ১ সেপ্টেম্বর তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত।

চলমান সময়/৩০জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর