15.8 C
New York
Monday, September 1, 2025

কর্মকর্তাদের দূর্নীতি বিরোধী কঠোর বার্তা দিলেন ফারইস্ট চেয়ারম্যান

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে সকল ডিপার্টমেন্ট প্রধানদের সঙ্গে কোম্পানী চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মো. ফখরুল ইসলাম তার দুর্নীতি বিরোধী দৃঢ় অবস্থান জানান দেয়া সহ উন্নয়নের সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।

৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় ফারইস্ট প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চেয়ারম্যান খোলামেলা ভাষায় কোম্পানীর অতীত অপকর্মের চিত্র তুলে ধরে বলেন, কিছু সাবেক অসাধু কর্মকর্তা ও তাদের দোসররা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে। 

তিনি সকলকে সতর্ক করে বলেন, “বর্তমান কর্মকর্তাদের মধ্যে কেউ যদি দুর্নীতিবাজদের পক্ষ নেয়, চুপ থাকে বা গোপনে সহায়তা করে—তাহলে তাদেরও সমান অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে।”

মো. ফখরুল ইসলাম স্পষ্ট করে বলেন, “ আমি অন্যায করি না, অন্যায়কে প্রশ্রয়ও দিই না। যারা অন্যায় পথে হাঁটবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের সৎ, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল থেকে প্রতিষ্ঠানের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় কর্মকর্তাদের উদ্দেশ্য করে চেয়ারম্যান বলেন, “দুর্নীতিবাজরা কোম্পানীকে যে গর্তে ফেলে গেছে, সেখান থেকে আপনাদেরই টেনে তুলতে হবে। দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।”

বৈঠকে কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এএমডি আব্দুর রহিম এবং সিএফও মো. সামসুদ্দিনসহ সকল ডিপার্টমেন্ট প্রধানগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা কর্মকর্তারা মনে করছেন, চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের দৃঢ় নেতৃত্ব, সৎ প্রশাসন এবং অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীকে স্বচ্ছতা ও উন্নয়নের নতুন পথে নিয়ে যাবে।

চলমান সময়/৮আগস্ট/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর