15.4 C
New York
Tuesday, September 9, 2025

ফারইস্ট নিয়ে ষড়যন্ত্র

কোম্পানির প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা-ভাঙচুর-লুটপাট, আহত-৩

দেশের শীর্ষ ইসলামী বিমা কোম্পানি ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা লুটপাট চালিয়ে বেশ কিছু মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ের ১৮তলায় মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে।

কোম্পানি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ৬০-৭০জন বহিরাগত সন্ত্রাসী অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে চিৎকার চেঁচামেচি শুরু করে। তাদেরকে নিবৃত করতে এগিয়ে গেলে কোম্পানির ভিপি লিগ্যাল এন্ড এস্টেট মো. আজগর আলী ও সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকসহ প্রধান কার্যালয়ে কর্মরতদের অন্তত তিন জন আহত হয়েছেন। এভাবে সন্ত্রাসীরা প্রায় তিন ঘণ্টা  ঘরে মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয়টি অবরুদ্ধ করে রাখে এবং ইচ্ছেমতো লুটপাট চালায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ফারইস্ট কর্তৃপক্ষের অভিযোগ নজরুল-খালেক বোর্ডের সময়কালীন কোম্পানির অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের ইন্ধনে প্রধান কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। লুটপাট ও ভাঙচুরও করা হয়েছে। তবে আমরা পুলিশের সহায়তা চাইলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘এ ঘটনাকে আমি অনাকাঙ্ক্ষিত  বলবো না। যতদূর জানি অর্থ আত্মসাৎকারীদের ইন্ধনে বহুদিন ধরে বহিরাগত লোকজন বিভিন্ন রূপে কোম্পানির প্রধান কার্যালয়ে ঝামেলা করে আসছে। এটি সেসব ঘটনার ধারাবাহিকতা।’

 এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।

চলমান সময়/৯সেপ্টেম্বর/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর