9.9 C
New York
Sunday, October 26, 2025

দেশে বিরামহীন চাঁদাবাজি চলছে: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

সারাদেশে বিরামহীন চাঁদাবাজি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, শহর, বন্দর, গ্রাম, নগর সকল জায়গায় বিরামহীন চাঁদাবাজি চলছে। একই সঙ্গে চলছে মামলা বাণিজ্য। প্রতিদিন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না। মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে কিভাবে জাতীয় নির্বাচন সম্ভব আমার বোধগম্য হচ্ছে না।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে সকল ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সকল শ্রেণী পেশার মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত । এ অবস্থার মধ্যে সরকার নির্বাচনের কথা বলছে। এটি আদৌ সম্ভব কিনা এ নিয়ে আমরা শঙ্কিত।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীরা রেহাই পাচ্ছে না। এখনও ব্যবসা প্রতিষ্ঠান, জমি-জমা দখল হচ্ছে, হাটবাজার দখল হচ্ছে।

এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, ৯০ এর পরে একটি ছাড়া আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোন উপায়ে সরকারে যাওয়ার সুযোগ নেই। তাই আগামী নির্বাচনেও জাতীয় পার্টি জোট করে নির্বাচন করবে। কাদের সাথে জোট হবে সে ব্যাপারে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে হবে। সামগ্রিকভাবে দেশে দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়ার কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান- এডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেনে।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে শরফুদ্দিন আহমেদ শিপু, হাজী নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, মাসুক রহমান, রেজাউল করিম, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম সেলিম, জিয়াউর রহমান বিপুল, মো. মিজানুর রহমান, আবদুস সাত্তার, মোহাম্মদ মাসুম, এস এম হাশেম, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

চলমান সময়/০৫অক্টোবর/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর