দেশে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের বাজার। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই তথ্য জানায়। নতুন দাম আজ বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা
২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০২,১৯৫ টাকা
২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯৩,০০৪ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৬৫,৪৩১ টাকা
সনাতন পদ্ধতির ভরি: ১,৩৭,৪৭২ টাকা
এর আগে সোমবার (৬ অক্টোবর) প্রতি ভরিতে ৩,১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭২৬ টাকা। অর্থাৎ, টানা দুই দিনে স্বর্ণের ভরিতে প্রায় ৪,৬০০ টাকারও বেশি বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাজারে ডলার সংকট ও আমদানি ব্যয়ের চাপও এই বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। এছাড়া বিয়ের মৌসুম ঘনিয়ে আসায় বাজারে চাহিদা বাড়ছে, যা দাম বৃদ্ধিতে বাড়তি প্রভাব ফেলছে।
বাজুসের তথ্যমতে, দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। গত এক বছরে ভরিতে প্রায় ৩০ হাজার টাকারও বেশি বেড়েছে স্বর্ণের দাম।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে যদি এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকে, তবে দেশের বাজারেও স্বর্ণের দাম আরও কিছুদিন ঊর্ধ্বমুখী থাকতে পারে।
চলমান সময়/৮ অক্টোবর/পিএস



