13.3 C
New York
Monday, October 27, 2025

এক ঘন্টা সময় বাড়ছে মেট্রোরেলের চলাচলে, ট্রিপ বাড়বে আগামী মাসে

ঢাকার নাগরিকদের স্বস্তি দিতে যানজটকে পিছনে ফেলে ছুটে চলেছে স্বপ্নের মেট্রোরেল। রাজধানীবাসীর যাতয়াতে অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে এখন মেট্রোরেল। (এমআরটি লাইন-৬) ৪০ মিনিটেরও কম সময়ে উত্তরা-মতিঝিল ২০ দশমিক ১০ কিলোমিটার দূরত্বের পুরো রুট ভ্রমণ করছে। এ রুটে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারছে। তবে যাত্রীর চাপ বেশি থাকায় প্রতিদিন মেট্রোতে স্টেশন থেকে উঠতে রীতিমত লড়াই করতে হয়। রাজধানীর যাত্রীদের সুবিধার্থে ঢাকার মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে বড় পরিবর্তন আসছে। ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় বাড়ছে এক ঘণ্টা। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে কার্যকর হতে যাওয়া নতুন সময়সূচি অনুযায়ী সকালে আধঘণ্টা আগে এবং রাতে আধঘণ্টা বেশি সময় চলবে ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী মাসের মাঝামাঝি থেকেই বাড়বে মেট্রোরেলের ট্রিপ সংখ্যা। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে।

ডিএমটিসিএলের সূত্রে জানা যায়, গত মাসেই মেট্রোরেলের সময় ও ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে বাড়তি সময় চালানো হয়। এরপর গত মঙ্গলবার এক বৈঠকে প্রতিদিন এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। ডিএমটিসিএল আশা করছে, নতুন সময়সূচি কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।

উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ছিল ৭টা ১০ মিনিট)।
শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে (আগে ছিল ৯টা)।
মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা (আগে ছিল ৭টা ৩০ মিনিট)।
শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিট)।
শুক্রবার মেট্রোরেল এখন বেলা ৩টায় চলাচল শুরু করে। নতুন সূচিতে তা শুরু হবে বেলা আড়াইটায়, এবং শুক্রবার রাতেও চলাচলের সময় আধঘণ্টা বাড়বে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন,“পর্যায়ক্রমে সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এজন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর পরিকল্পনা আছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আশা করছি, নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।”

বর্তমানে মেট্রোরেলে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করে। নতুন সময় ও ট্রিপ বাড়লে তা বাড়িয়ে ১৯ সেটে উন্নীত করা হবে।

এখন ব্যস্ত সময়ে (পিক আওয়ার) ট্রেন আসে প্রতি ছয় মিনিট পরপর, কম ব্যস্ত সময়ে (অফ পিক আওয়ার) ৮ মিনিট পরপর, আর খুব কম ব্যস্ত সময়ে (সুপার অফ পিক আওয়ার) ১০ মিনিট পরপর। আগামী মাস থেকে এই বিরতি কমে যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে প্রতিদিন মেট্রোরেল ২৩৮টি ট্রিপ সম্পন্ন করে। সময়ের ব্যবধান কমে গেলে ট্রিপ সংখ্যা আরও বাড়বে, ফলে যাত্রীদের অপেক্ষার সময়ও কমে আসবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পরে ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়। বর্তমানে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে, যা সম্পন্ন হলে রাজধানীর যাত্রীসেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

চলমান সময়/১৫ সেপ্টেম্বর/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর