‘বিদেশের বাড়ি বেইচা দাও, গ্রাহকের টাকা ফেরত দাও” ‘৪ হাজার ৫ কোটি টাকা গেলো কই নজরুল-খালেক জবাব চাই” এমন অসংখ্য স্লোগানে মুখরিত ছিল রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনের সড়ক। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও এমএ খালেকের বিচার এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবি জানিয়েছে অনুষ্ঠিত মানববন্ধনে এসব স্লোগান দেয়া হয়।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারী ও বীমা গ্রাহকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা দুদকের রিমান্ডে থাকা ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সম্পদ বাজেয়াপ্ত করে ভুক্তভোগী গ্রাহক ও চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারিদের প্রাপ্য বুঝিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নজরুল ইসলাম ও এমএ খালেকের দূর্নীতির সঙ্গে জড়িত সকলকেও আইনের আওতায় আনার দাবি জানান।
জমি ক্রয় দেখিয়ে অর্থ আত্মাসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। একইদিন তাকে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে নজরুল ইসলাম ও এমএ খালেকের বিরুদ্ধে ১২শ ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে, কোম্পানির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. শহিদুল ইসলাম, এএমডি আব্দুর রহিম ভুইয়া, ঢাকা সাউথ ডিভিশন ইনচার্জ মো. মোজাম্মেল হক শাহীন, ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ মোস্তফা জামান হামিদী, ইস্টার্ন রিজিওন ইনচার্জ হামিদুর রহমান আজাদ, কোম্পানীর আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও রিকভারি সেকশন ইনচার্জ এএসএম মঞ্জুরুল আজমসহ উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
চলমান সময়/২৬ অক্টোবর/পিএস



