11.3 C
New York
Monday, November 3, 2025

ডিসেম্বরেই শৈত্যপ্রবাহ

বাড়ছে হিমেল হাওয়া, কমছে দিনের তাপমাত্রা

মৌসুমি বায়ু বিদায়ের সাথে ধীরে ধীরে বাড়ছে উত্তর দিকের হিমেল হাওয়া ও কমছে দিনের তাপমাত্রাও । আর শীতের আগমনী বার্তা দিচ্ছে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস। দেশের উত্তরাঞ্চলে আগামী ১০ নভেম্বর থেকেই শীতের প্রাথমিক আমেজ অনুভূত হতে পারে। তবে মাসের শেষ দিক থেকেই সারাদেশে শীত জেঁকে বসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এবারের শীতে দেশে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২–৩টি তীব্র শৈত্যপ্রবাহের প্রভাবে ডিসেম্বর মাসে শীতের প্রকোপ সবচেয়ে বেশি হবে।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, এই সময় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২–৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২টি নিম্নচাপে পরিণত হতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা কুয়াশার প্রভাব থাকবে। দিনের সঙ্গে রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি তীব্র হবে।

এতে স্পষ্ট, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে এবারের শীতে মোট ৪–৭টি মৃদু থেকে মাঝারি এবং ২–৩টি তীব্র শৈত্যপ্রবাহের জন্য প্রস্তুতি নেওয়া উচিত।

চলমান সময়/৩নভেম্বর/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর