7.3 C
New York
Monday, October 27, 2025

ট্রাম্পের সঙ্গে সমন্বয় করেই ইরানে অভিযান চলছে: নেতানিয়াহু

চলমান সময় ডেক্স

ট্রাম্পের সঙ্গে সমন্বয় করেই ইরানে অভিযান চলছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যেই তিনি এ কথা জানান।  ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়েই ইরানবিরোধী পরিকল্পনা ও অভিযানের বাস্তবায়ন হচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্পের ব্যাপক প্রশংসা করে নেতানিয়াহু বলেন, তিনি (ট্রাম্প) নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম। আমি তাকে আমাদের আলোচনার বিস্তারিত টানতে চাই না, তবে আমরা যে একসাথে কাজ করছি, তা বোঝা উচিত।

এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে, সেটি “রাইজিং লায়ন” নামে পরিচিত। এতে ইরানের ইসফাহান অঞ্চলের একটি পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় ও তেহরানে নির্দিষ্ট সামরিক টার্গেটে বোমা হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর দাবি, এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাক্ষাৎকারে ইরানের ভুগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করার সামর্থ্য সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, আমরা বেশ কিছু অতিগোপনীয় পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তা নিয়ে এখানে বলা ঠিক হবে না।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে একইসঙ্গে ট্রুথ সোশ্যালে এক সতর্কবার্তায় তিনি হুঁশিয়ারি দেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে কোনোভাবে আক্রমণ করে, তাহলে আমেরিকান সেনাবাহিনী এমনভাবে জবাব দেবে যা তারা আগে কখনো দেখেনি।

ট্রাম্প আরও বলেন, এই চলমান সংঘাত একটি সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র খুব সহজেই বন্ধ করতে পারে।

অন্যদিকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, ইসরায়েল তাদের ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করেনি। তবুও, সিএনএন ও অন্যান্য সংবাদমাধ্যম জানায়, শনিবার ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়েছে।

চলমান সময়/১৬জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর