7.3 C
New York
Monday, October 27, 2025

পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের ফটকে তালা দিলো এইচএসসি শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি, চলমান সময়

এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজশাহীতে শিক্ষাবোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে বিভিন্ন কলেজের কিছু শিক্ষার্থী অংশ নেয়।

পরে তারা মূল ফটক পার হয়ে ভেতরে গিয়ে ফটক তালাবদ্ধ করে দেয়। এ সময় নামাজের সময় হলে মুসল্লি ও পুলিশ এক জোট হয়ে তাদের গেটের বাইরে বের করে দেন। পরে আবারও তারা ভেতরে প্রবেশ করে এবং পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করতে থাকে।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষার্থী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে। সেখানে তারা প্রায় ৪০ মিনিট ধরে আলোচনা করে। পরে শিক্ষার্থীরা বেরিয়ে এসে জানায়- তাদের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জানাবেন স্যার। এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় শিক্ষাবোর্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরিচয় প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাস যে হারে সংক্রমিত হচ্ছে তাতে এর মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। দুই মাস অন্তত পরীক্ষা পেছানোর দাবি জানান তারা।

তারা জানায়, দেশের সবখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষাবোর্ডগুলো তাদের পক্ষে কথা বললে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা পর্যন্ত শিগগিরই বিষয়টি নিয়ে কথা বলবে। দুপুর ২টা ২০ মিনিটে তারা শিক্ষাবোর্ড ছেড়ে যায়।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, এ বছর এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটি পিছিয়ে জুনে হচ্ছে। সেই জায়গা থেকে তারা দুই মাসের বেশি সময় পেয়েছে। তারা করোনার কথা বলছে। তারা যে দাবি জানিয়েছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের জানানো হবে।

তিনি বলেন, চলতি বছরে এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন থেকে। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। ছাত্র ৬৮ হাজার ও ছাত্রী ৬৪ হাজার। শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চলমান সময়/১৭জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর