9 C
New York
Monday, October 27, 2025

আশা জাগিয়েও পারলেন না শান্ত

খেলার সময় ডেস্ক, চলমান সময়

দেড়শো বা ডাবল সেঞ্চুরির আশাজাগিয়েও পারলেন লক্ষ্যে পৌঁছাতে। গল টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে আগের দিনের ১৩৬ রানের সঙ্গে মাত্র ১২ রানই যোগ করেই সাজ ঘরে ফিরতে হয়েছে শান্তকে। এর আগে চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২৬৪ রানের অনবদ্য জুটি গড়েন তিনি।

দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে বল তালুবন্দি হয়ে যায়।

এর আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছেন শান্ত। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, পাল্লেকেলেতে ২০২১ সালে। সেবার ১৬৯ রান করে থেমেছিলেন। গতকালের খেলা দেখে সমর্থকরা আশা করেছিলেন এবার অন্তত ১৬৯ রান ছাড়িয়ে যাবেন তিনি।

সতীর্থ মুশফিকুর রহিম প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে ২০০ রানের ইনিংসের আশাবাদ ব্যক্ত করেছিলেন। সমর্থকদেরও চাওয়া ছিল মুশফিকের মতোই।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১১১ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৩৬৬ রান। মুশফিকুর রহিম ১৩০ আর লিটন দাস ৩৭ রানে অপরাজিত।

চলমান সময়/১৮জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর