যশোর প্রতিনিধি, চলমান সময়
যশোরে শেখ আমির (৬৮) নামে এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শেখ আমির বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ রহিমের ছেলে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আর এমও বজলুর রশীদ টুলু জানান, গত ১৬ জুন করোনার সিমটম নিয়ে শেখ আমির নামে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। এরপর সরকারিভাবে করোনা পরীক্ষা না হওয়ায় বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসে। ওই রিপোর্টে তার করোনা পজেটিভ হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। অপর দিকে সাবিনা নামে এক রোগী করোনা পজেটিভ হওয়ায় তাকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চলমানসময়/১৮জুন/পিএস



