7.3 C
New York
Monday, October 27, 2025

হত্যা করার পর ঘরে পুঁতে রাখলেন বাবা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি, চলমান সময়

ময়মনসিংহের হালু্য়াঘাট উপজেলায় আইয়ুব আলী (২) নামে এক শিশুকে হত্যার পর মরদেহ ঘরেই পুঁতে রাখার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অভিযুক্ত বাবার নাম নুরুল আমিন (৩০)। তিনি একই গ্রামের ফজুল মিয়ার ছেলে। তবে পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছেন নুরুল আমিন। গত কয়েকদিন ধরে পরিবারের সাথে খারাপ আচারণ করে আসছে নুরুল আমিন। এদিকে বুধবার দুপুরে নিজের স্ত্রী জোসনা বেগমকে মারধর করে তাঁর ছেলে আইয়ুব আলীকে নিয়ে ঘরে চলে যান তিনি। এসময় তার স্ত্রী ও মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তাঁর কাছে গেলে মেরে ফেলার হুমকি দেন। মানসিক সমস্যা থাকায় কিছুদিন পর পর তার স্ত্রী ও মাকে মারধর করেন। এ জন্য ভয়ে তারা ঘরে না গিয়ে অন্যত্র সরে যায়। এ দিকে সন্ধ্যায় শিশুর কোন ডাক চিৎকার না শোনায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহায়তায় কৌশলে ঘরে ডুকে ছেলেকে খুঁজলে তিনি বলেন জানেন না। পরে ঘরের পাশে মাটির স্তুপ দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এবং বলেন মাথায় আঘাত করায় মারা যায় শিশু। পরে ঘরে মাটি খুড়ে পুঁতে রাখেন শিশুকে। এমনকি এসময় নিজের দুটি ছাগলও হত্যা করে মাটিতে পুতে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে ভিড় জমায় মানুষ। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত মাটি খুরার শাবল ও কুদাল উদ্ধারপূবর্ক অভিযুক্ত নুরুল আমিনকে আটক করে লাশ থানায় নিয়ে যায়।

মৃত শিশুর দাদা ফজুল মিয়া বলেন, আমার ছেলে পাগল। আমরা বাড়িতে ছিলাম না। বিকালে এসে শুনি ছেলের বউকে মেরে নাতনিকে তার কাছে নিয়ে রাখছে। সন্ধ্যায় ঘরে গিয়ে দেখি মেরে গর্তের ভেতরে রেখে দিছে।

হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহাকারী পুলিশ সুপার সাগার সরকার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহ উদ্ধার করে তাঁর বাবাকে আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চলমান সময়/১৯জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর