23 C
New York
Sunday, July 6, 2025
spot_img

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগ ও কৃষক লীগের দুই নেতা কারাগারে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, চলমান সময়

পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগ ও কৃষক লীগের দুই নেতাকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার মূলগ্রাম ও ফৈলজানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন— মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান। অপরজন ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, আটক দুজন হরিপুর ইউনিয়নে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার ভুক্ত আসামি ছিলেন। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

চলমান সময়/২৪জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর