23 C
New York
Sunday, July 6, 2025
spot_img

টেকনাফে মাদক ও অস্ত্রসহ দুই যুবক আটক

টেকনাফ প্রতিনিধি, চলমান সময়
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল ও আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি মোটরসাইকেল থামানো হয়।

পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় আনুমানিক ১ কোটি টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা। একই সঙ্গে চালকের দেহ তল্লাশিতে কোমর থেকে উদ্ধার করা হয় ৭.৬৫ মি.মি. ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি। এসময় ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মাদক পাচারসহ সকল প্রকার অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান জোরদার থাকবে।

চলমান সময়/২৪জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর