নিজস্ব প্রতিবেদক, চলমান সময়
‘জনবলকে জনশক্তিতে’ পরিণত করতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর ট্রেনিং প্যানেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬জুন) সকালে কোম্পানির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির এএমডি আব্দুর রহিম ভুঁইয়া, ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোস্তফা জামান হামিদী, ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ হামিদুর রহমান আজাদ, আইটি ইনচার্জ খন্দকার আশিকুর রহমান, ডেভ এডমিন লুৎফুল হায়দার চৌধুরী, মানব সম্পদ বিভাগের ইনচার্জ মনির মজুমদার ও ট্রেনিংপ্যানেলের কর্মকর্তা শফি উদ্দিন উপস্থিত ছিলেন।
উন্নয়ন ও অগ্রগতির ধারাকে ত্বরান্বিত করতে মানবসম্পদকে কাজে লাগানোর লক্ষ্যে এ সভায় প্রশিক্ষণের গুরুত্ব ও প্রাসঙ্গিক দিকগুলো আলোচনা করা হয়।
চলমান সময়/২৬জুন/পিএস