22.2 C
New York
Saturday, September 6, 2025

পরপারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ ও আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

অধ্যাপিকা মাহমুদা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন খ্যাতনামা কলেজে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকতা করেছেন।

রবিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ, ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শিক্ষাক্ষেত্রে তার অবদান ও সমাজে তার গ্রহণযোগ্যতা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে।

চলমান সময়/৬জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর