বগুড়ার দুপচাচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলে— উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামের মৃত পানা উল্লাহা প্রামাণিকের ছেলে আফতাব হোসেন (৭০) এবং তার সৌদি আরব প্রবাসী ছেলে শাজাহানের স্ত্রী মোছা. রিভা বেগম (২৮)।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় ছেলে শাজাহান আট বছর আগে সৌদি আরব যান। তার স্ত্রী রিভা এক ছেলে নীরব এবং কন্যা মালিহাকে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় বসবাস করেন। আফতব হোসেন মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে এবং পুত্রবধূ তার ৭ বছর বয়সী মেয়ে মালিহাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে কান্নাকাটি করে। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুজনকে মৃত দেখার পর তারা পুলিশকে খবর দেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, নিহত রিভার ঘরের আসবাবপত্র তছনছ করা ছিল। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতি, সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চলমান সময়/৯জুলাই/পিএস