গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবন সংযোগ রাস্তার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। ঢাকার রেস্তোরাঁ
নিহত মাহফুজুর রহমান (২১) বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশনে কাজ করতেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনির দিকে নামার সংযোগ রাস্তার মাঝামাঝি সড়ক ও জনপদ অফিসের সামনে দুষ্কৃতিকারীরা মাহফুজুর রহমানকে আক্রমণ করে। এ সময় তার ডান পায়ের উরুর পিছনে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়।
ডিএমপির ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে আহত অবস্থায় সিএনজিতে করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠঅয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মাহফুজুর রহমান মারা যায়।
টঙ্গী পশিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের ব্যাগ তার সাথে পাওয়া গেছে। তাই ছিনতাই নাকি অন্য কোনো কারণে দুষ্কৃতিকারী কর্তৃক তিনি নিহত হয়েছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চলমান সময়/১০জুলাই/পিএস